Header Ads

Header ADS

জানা গেলো করোনা ভাইরাস (কোভিড ১৯) ছড়ানোর সব থেকে ভয়ংকর মাধ্যম



এতোদিন ধরে আমরা জেনে আসছি আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আশা কোন বস্তু, আক্রান্ত ব্যক্তির হাচি, কাশি বা থুথু থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। কিন্তু জাপানোর একদল গবেষক জানালো আরো ভয়ানক তথ্য। আক্রান্ত ব্যক্তির কথার মাধ্যমেও ছড়াতে পারে এই ভাইরাস। কোন ব্যক্তি যদি কোথাও কথা বলে সেখান থেকে চলেও যায়, তার মুখ থেকে বের হওয়া অতি সুক্ষ ড্রপলেট জীবানু বাতাসে ছড়িয়ে পড়ে  ছড়াতে পারে এই ভাইরাসটি। শুধু তাই নয় এই ছড়িয়ে পড়া ভাইরাসটি কয়েক ঘন্টা বাতাসে ভেসে বেড়াতে পারে। ভাইরাসটি ছড়ানোর সব থেকে ভয়ংকর এই মাধ্যমের দ্বারা সব থেকে বেশি মানুষ সংক্রমিত হচ্ছে বলে দাবি করছেন গবেষক দলটি।


#Covid 19'
#Corona Virus



No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.